thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ক্যানসার শনাক্তের যন্ত্র আবিষ্কার বাংলাদেশি গবেষকদের

২০১৮ সেপ্টেম্বর ১৭ ১২:২২:৪৩
ক্যানসার শনাক্তের যন্ত্র আবিষ্কার বাংলাদেশি গবেষকদের

দ্য রিপোর্ট ডেস্ক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত ক্যানসার নির্ণয়ের নতুন পদ্ধতি আগামী এক বছরের মধ্যেই প্রয়োগের উপযুক্ত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশি উদ্ভাবকরা।

তাদের গবেষণার ফল বলছে, কেবল রক্ত পরীক্ষাতেই জানা যাবে, শরীরে ক্যানসার বাসা বেঁধেছে কিনা!

ক্যানসার মরণব্যাধি। তবে, প্রাথমিক পর্যায়ে সনাক্ত করা গেলে সম্ভব শতভাগ আরোগ্য লাভ।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, প্রাথমিক পর্যায়ের ক্যানসার শনাক্ত করতে অধ্যাপক ইয়াসমিন হকের নেতৃত্বে গবেষণা শুরু করেন একদল গবেষক। নন লিনিয়ার অপটিক্স পদ্ধতির মাধ্যমে শুধু রক্ত পরীক্ষা করেই মানবদেহে ক্যানসার সনাক্তকরণের পদ্ধতি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন তারা।

গবেষকদের মতে, ক্যান্সার শনাক্তকরণের ডিভাইসটি পূর্ণরূপে আনতে লাগতে পারে, এক থেকে দেড় বছর সময়। আর তা হলে কোনো ধরনের রাসায়নিক প্রয়োগ ছাড়াই, সনাক্ত হবে ক্যানসার।
সংশ্লিষ্টরা আশা করছেন দুরারোগ্য ব্যাধি ক্যানসার নিরাময়ে নতুন দিগন্তের সূচনা করবে এই উদ্ভাবন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর