thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

বাহরাইনকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

২০১৮ সেপ্টেম্বর ১৭ ১৮:০২:৪০
বাহরাইনকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক: এএফসি অনূর্ধ্ব–১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাহরাইনকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে লাল-সবুজের দল জিতেছে বিশাল ব্যবধানে।

সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের মেয়েরা শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলে। তাই এই দারুণ সাফল্য পায় তারা। তহুরা-মণিকারা সামর্থ্যের ঝলকটা ভালোভাবেই দেখিয়েছে।

অবশ্য বাহরাইন এর আগে প্রথম ম্যাচেও বিধ্বস্ত হয়েছিল, তারা লেবাননেন কাছে ৮-০ গোলে হেরেছিল। এবার আরো বড় ব্যবধানে হেরেছে তারা স্বাগতিকদের কাছে।

বাংলাদেশের মেয়েরা সাম্প্রতিক সময়ে দারুণ সাফল্য পাচ্ছে। এই কিছুদিন আগে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়শিপে রানার্সআপ হয়েছিল। এর আগে ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব–১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারের আসরেও শুরুটা হয়েছে দারুণ।

অবশ্য ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে আছে বাহরাইন। মেয়েদের ফুটবলে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে ১১২তম স্থানে, আর বাহরাইনের অবস্থান ৮০তম।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর