thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মেহেরপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

২০১৮ সেপ্টেম্বর ১৭ ২০:০২:৫৪
মেহেরপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

পৌরসভার ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন হত্যা মামলায় মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. নুরুল ইসলাম সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত চারজনের মধ্যে আকালি মিয়া ও আব্দুল হালিমকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুজন লাল্টু মিয়া ও মাসুদ রানা পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের এক এপ্রিল রাতে মেহেরপুর শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার সময় সন্ত্রাসীদের বোমা হামলায় গুরুতর আহত হন পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন।

চিকিৎসাধীন অবস্থায় আট এপ্রিল ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় রিপনের বাবা বাদী হয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা ও তৎকালীন পৌর মেয়রের নামে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্তে আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়রকে বাদ দেন। নারাজি দিলে পরবর্তীতে সিআইডি তদন্ত করে একই রকম চার্জশিট প্রদান করেন।

পরে দণ্ডপ্রাপ্ত চার আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়। বিজ্ঞ আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে ওই রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী শহিদুল হক।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর