thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বুদ্ধিজীবী কবরস্থানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

২০১৮ সেপ্টেম্বর ১৮ ০৯:০১:৩৩
বুদ্ধিজীবী কবরস্থানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে তথাকথি ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ২৮ ও ৩০ বছর হবে।

মোহাম্মদপুর থানার এসআই আনিসুর রহমান জানান, দিবাগত রাতে খবর আসে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে দুই ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নিলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সকালে মোহাম্মদপুর থানা পুলিশ ওই দুই যুবককে ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর