thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

লক্ষ্মীপুরে বাবার হাতে ছেলে খুন

২০১৮ সেপ্টেম্বর ১৮ ০৯:৪২:০১
লক্ষ্মীপুরে বাবার হাতে ছেলে খুন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক কলহের জের ধরে মো. সাগর নামে এক ছেলেকে কুপিয়ে হত্যা করেছে তার বাবা বেলায়েত হোসেন ভূঁইয়া।

সোমবার (১৭ সেপ্টম্বর) রাতে পৌর শহরের মধুপুর এলাকার হারিস ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ সেপ্টম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়। রাতেই বাবা বেলায়েত হোসেনকে আটক করে পুলিশ।

জানা গেছে, পৌর শহরের মধুপুর ভূঁইয়া বাড়িতে নিজ ঘরে ছেলেসহ এক সঙ্গে থাকতেন পরিবারের সবাই। নিহত সাগর মা-বাবার অমতে একাধিক বিয়ে করায় প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। রাতে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবা ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সোলাইমান চৌধুরী সাংবাদিকদের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতেই বাবাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর