thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

গাজীপুরে মাদ্রাসায় জোড়া খুন

২০১৮ সেপ্টেম্বর ১৮ ১০:০০:৪০
গাজীপুরে মাদ্রাসায় জোড়া খুন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের যোগীতলা এলাকায় হুফফাজুল কোরআন মাদ্রাসার পরিচালকের স্ত্রী ও এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, মঙ্গলবার ভোরে ফজর নামাজের সময় মাদ্রাসার সব ছাত্রকে নিয়ে পাশের মসজিদে নামাজ পড়তে যান পরিচালক ইব্রাহিম খলিল। এ সময় কে বা কারা মাদ্রাসায় প্রবেশ করে পরিচালকের স্ত্রী মাহমুদা আক্তার (২৫) ও নুরানী ক্লাসের ছাত্র মামুনকে (১০) কুপিয়ে খুন করে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মাদ্রাসার পরিচালক জানান, তার আগের স্ত্রী এ খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর