thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

গাজীপুরে তুলার গুদাম ও দোকানে আগুন

২০১৮ সেপ্টেম্বর ১৮ ১০:৩১:০৫
গাজীপুরে তুলার গুদাম ও দোকানে আগুন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের সালনা এলাকায় একটি তুলার গুদাম ও একটি কাঠের দরজার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান, সালনা এলাকায় মহিউদ্দিন ও মো. আলীর তুলার গুদাম এবং রিয়াজুল ইসলামের একটি কাঠের দরজার দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদাম ও তুলা, দরজাসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে গেছে।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে বলেও জানান জাকির হোসেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর