thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

কক্সবাজারে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

২০১৮ সেপ্টেম্বর ১৮ ১৯:১৫:৫২
কক্সবাজারে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: জেলার টেকনাফে সুপারি বাগান থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকালের এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আছাদুদ-জামান চৌধুরী এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, সকালে টেকনাফ স্থলবন্দরের পাশে একটি সুপারি বাগানে ইয়াবার একটি চালান মাটির ভেতরে মজুদ রাখা হয়েছে- এমন গোপন সংবাদে দমদমিয়া চৌকির বিজিবির সুবেদার মোহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়।

বিজিবি কর্মকর্তা জানান, এ সময় মাটির ভেতর থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তার ভেতরে ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার দাম তিন কোটি টাকা।

তিনি জানান, ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এগুলো পরে ঊর্দ্ধতন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর