thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

বন্যা মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে

২০১৮ সেপ্টেম্বর ১৮ ১৯:৫৮:১০
বন্যা মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের নদ-নদীর পানি অব্যাহত বৃদ্ধি-হ্রাসের কারণে জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পৃথক দুটি কন্ট্রোল রুম খুলেছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও বাপাউবো এর মহাপরিচালকের পরামর্শক্রমে এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রসেসিং এন্ড ফ্লাড ফোরকাস্টিং সার্কেল বাপাউবো ঢাকা এর নির্দেশনা মোতাবেক সারাদেশে বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনের তথ্য উপাত্ত সংগ্রহ, পর্যবেক্ষণ ও পরিবর্তি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণার্থে মঙ্গলবার থেকে পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাপাউবো মতিঝিল ঢাকার ওয়াপদা ভবনস্থ ৯ম তলায় একটি জরুরি ‘কন্ট্রোল রুম’ খোলা হলো। এর সার্বিক দায়িত্বে থাকবেন নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া।

একই সাথে বাপাউবোর মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা/নির্বাহী প্রকৌশলীদেরকে ভাঙ্গনের প্রকৃতি, পরিমান ও ভয়াবহতার বিষয়ে এই কন্ট্রোল রুমে জরুরি ভিত্তিতে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

জরুরি পরিস্থিতিতে ৯৫৭৬৭৭৫, ০১৭৪৮৩৯৭৬৯৩,৯৫৫৩১১৮, ৯৫৫০৭৫৫ ও ০১৭১৫০৪০১৪৪ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর