thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সাকিব দেশে ফিরছেন এমন সংবাদে বিব্রত বিসিবি

২০১৮ সেপ্টেম্বর ১৯ ০৮:০০:০২
সাকিব দেশে ফিরছেন এমন সংবাদে বিব্রত বিসিবি

দ্য রিপোর্ট ডেস্ক : সাকিবকন্যা আলাইনা হাসান অব্রি অসুস্থ হওয়ায় দেশে ফিরছেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব। এ কারণে আগামী বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। এমন সংবাদ প্রকাশের পর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আসলে এমন সংবাদ কারা রটিয়েছে তাই তো বুঝতে পারছি না। যারা এসব সংবাদ করেছে, তাদের কাছেই জানতে চাই। তারা কোন সূত্র থেকে এসব জানল। ঘটনা যদি সত্যিই হতো তাহলে তো সাকিব দেশে চলে আসতো!

সাকিব আল হাসানের দেশে ফেরার বিষয়ে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দুবাইয়ে থাকা সাংবাদিকদের জানান, আমি তো কিছুই জানি না। আপনাদের কাছ থেকেই শুনলাম।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সাকিব আল হাসান আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে একদিনের জন্য ঢাকায় আসতে পারেন। তবে এ বিষয়ে বিসিবি এবং সাকিবের পরিবার সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর