thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

কুমিল্লায় সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা

২০১৮ সেপ্টেম্বর ১৯ ০৯:১১:২৭
কুমিল্লায় সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পূর্ব বিরোধের জের ধরে সহিদ মিয়া নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোড়ামেহের গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোড়ামেহের গ্রামের মনতাজ আলীর ছেলে সহিদ মিয়া মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছামাত্রই একই গ্রামের মৃত কমর আলীর ছেলে রিপন ও সঙ্গীয়রা তাকে উপর্যুপরি কুপিয়ে আহত করেন।

এ সময় সহিদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর