thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ইয়েমেনে গৃহযুদ্ধ : দুর্ভিক্ষে অর্ধকোটি শিশু

২০১৮ সেপ্টেম্বর ১৯ ১০:৪৯:৫৭
ইয়েমেনে গৃহযুদ্ধ : দুর্ভিক্ষে অর্ধকোটি শিশু

দ্য রিপোর্ট ডেস্ক : ইয়েমেনের আরো ১০ লাখ শিশু দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে বলে সতর্ক করল দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন।

সংস্থাটির মতে, সব মিলিয়ে এখন পর্যন্ত দেশটির প্রায় ৫২ লাখ শিশু দুর্ভিক্ষের মোকাবিলা করছে। খবর- বিবিসির।

সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী হেরে থরনিং জানান, ইয়েমেনে খাদ্য সংকট এতটা তীব্র যে মিলিয়নের বেশি শিশু জানে না, পরের বেলার খাবার তাদের জুটবে কি না। তিনি মনে করেন, এই যুদ্ধের কারণে জীবনশঙ্কার পাশাপাশি ক্ষুধা ও কলেরার মতো রোগের সঙ্গে নিত্যদিন লড়াই করে যেতে হচ্ছে শিশুদের।

বিবিসির খবরে বলা হয়, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে প্রবেশের পর থেকে খাবারের দাম বৃদ্ধি এবং ইয়েমেনি রিয়েলের মান অবিশ্বাস্য রকম কমে যাওয়ায় সংঘাতপূর্ণ এই দেশটিতে প্রতিনিয়তই খাদ্য সংকটের বাড়ছে। সেইসঙ্গে বিদ্রোহী অধ্যুষিত বন্দরনগরী হুদাইদায় চলমান সংঘাতের কারণে সাহায্য-সহায়তা আসার পথ বন্ধ হয়ে পড়ায় দুর্ভিক্ষ আরো ভয়াবহ আকার ধারণ করছে।

২০১৫ সালের প্রথম থেকে হুতি বিদ্রোহীদের দমন করে পছন্দের সরকার বসাতেই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ আরো সাতটি আরব দেশ ইয়েমেনে অভিযান চালাচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর