thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

লেবাননকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

২০১৮ সেপ্টেম্বর ১৯ ১৩:৩৯:৩৯
লেবাননকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বের ম্যাচে লেবাননের বিপক্ষে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে টানা দুই ম্যাচে বড় জয় তুলে নিল মণিকা-আনুচিংরা।

অথচ এই লেবাননকে কঠিন দল হিসেবে ভাবা হয়েছিল ম্যাচের আগে। কেননা বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের সঙ্গে তারাও বড় জয় পেয়েছিল।

কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হয়।

এদিন ম্যাচের প্রথমার্ধ বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে ছিল। পরে বিরতির পর প্রতিপক্ষের জালে আরও ৩টি গোল করে বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এর আগে বাহরাইনকে ১০-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর