thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

আসামি ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা সোহেল গ্রেফতার

২০১৮ সেপ্টেম্বর ১৯ ১৭:০০:০৮
আসামি ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা সোহেল গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলশান থেকে গ্রেফতার বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেলকে শাহবাগ থানার আসামি ছিনতাইয়ের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বুধবার (১৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, গত জানুয়ারি মাসে হাইকোর্টের সামনে পুলিশের গাড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছিল। সেই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব সোহেলকে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আটক করে গুলশান থানায় নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।

নাশকতাসহ বিভিন্ন অভিযোগে অর্ধশতাধিক মামলার আসামি সোহেলকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল পুলিশ। শান্তিনগরে তার বাড়িতে একাধিকবার তল্লাশিও চালানো হয়েছিল।

তবে এর মধ্যেও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল। গত ১ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভাতেও তাকে দেখা গিয়েছিল।

মঙ্গলবার সোহেল আটক হওয়ার পর বিএনপি জরুরি সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন- ভোটারশূন্য নির্বাচন করতেই সরকার সোহেলকে গ্রেফতার করেছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর