thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

সরকারি অর্থে বিমান ভ্রমণে নতুন নিয়ম

২০১৮ সেপ্টেম্বর ২০ ০০:১০:৪৭
সরকারি অর্থে বিমান ভ্রমণে নতুন নিয়ম

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারি অর্থে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যে সকল গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে সেসব গন্তব্যে যেতে অবশ্যই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারিকৃত এক পরিপত্রে এ কথা জানানো হয়েছে।

কোনো দেশে যেতে সেখানে বিমানের রুট না থাকলে, অন্য এয়ারলাইন্সের সম্ভাব্য সরাসরি রুটে ভ্রমণ করা যাবে বলেও জানা গেছে।

পরিপত্রে বলা হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সমপর্যায়ের সকল পদধারী, সংসদ সদস্য, সাংবিধানিক পদধারী, সরকার কর্তৃক গঠিত কমিশনসমূহের চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা, মন্ত্রণালয়-বিভাগ, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিধিবদ্ধ সংস্থা, কর্পোরেশন, সাংবিধানিক সংস্থা, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ২০,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর