thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

উয়েফা মিশন জয় দিয়ে শুরু রিয়ালের

২০১৮ সেপ্টেম্বর ২০ ০৯:৩২:৩৬
উয়েফা মিশন জয় দিয়ে শুরু রিয়ালের

দ্য রিপোর্ট ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে শুভ উদ্বোধন করল রিয়াল মাদ্রিদ। ‘জি’ গ্রুপের ম্যাচে ইতালিয়ান ক্লাব এএস রোমার বিপক্ষে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে হুলেন লোপেতগুইয়ের শিষ্যরা।

বুধবার (১৯ সেপ্টেম্বর) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে একটি করে গোল করেছেন ইসকো, গেরেথ বেল ও মারিয়ানো।

এদিন পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের কাছেই। শুরু থেকেই রোমার বারে আক্রমণ চালাতে থাকে রিয়াল শিবির।

২৩ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখতে হয় স্পেন ও রিয়ালের অধিনায়ক সার্জিও রামোসকে। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ডি-বক্সের বাইরে রিয়াল উইঙ্গার ইসকো ফেলে দেন ড্যানিয়েল ডি রসি। এতে হলুদ কার্ড পেয়েতে হয়ে ইতালির হয়ে খেলা এই মিডফিল্ডারকে। ফ্রি কিক নিয়ে গোল পান ইসকো। স্প্যানিশ তারকার গোলে লিড নিয়ে মাঠ ছাড়ে উয়েফার বর্তমান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ইতালিয়ান দলটি। তবে রিয়ালের হয়ে খেলা কোস্টারিকান গোল কিপার কেইলর নাভাস আক্রমণগুলো রুখতে থাকেন।

অন্যদিকে পর পর দুটি সুযোগ মিস করার পর ৫৮তম মিনিটে দলকে আরও এগিয়ে দেন বেল। লুকা মদ্রিচের দেয়া পাসে বাম দিক থেকে এগিয়ে গিয়ে রোমার জালে জড়ান বলটি।

ম্যাচের ৭৬তম মিনিটে রোমার হয়ে খেলা বসনিয়ান ফরোয়ার্ড এডিন জেকো হলুদ কার্ড দেখেন। অন্যদিকে ম্যাচের একদম শেষভাগে মার্সেলোর বাড়ানো বল নিয়ে দূরপাল্লার শটে রিয়ালের জার্সিতে নিজের প্রথম গোল করেন মারিয়ানো।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর