thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

নাজিবের বিরুদ্ধে ২১ মামলা করবে পুলিশ

২০১৮ সেপ্টেম্বর ২০ ১০:২৫:৪৪
নাজিবের বিরুদ্ধে ২১ মামলা করবে পুলিশ

দ্য রিপোর্ট ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে ২১টি অর্থপাচারের মামলা দায়ের করবে দেশটির পুলিশ।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) পুলিশের পক্ষ থেকে বলা হয় রাজাক ৬৮১ মিলিয়ন ডলার ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে নেওয়ার সঙ্গে যুক্ত। এর আগে বুধবার অর্থপাচারের অভিযোগে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা তাকে গ্রেফতার করে।

মালয়েশিয়া পুলিশের সহকারী মহাপরিদর্শক নূর রশিদ ইব্রাহিম এক বিবৃতির মাধ্যমে জানান নাজিব রাজাকের বিরুদ্ধে নয়টি অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ, পাঁচটি অবৈধভাবে অর্থ ব্যবহারের অভিযোগ এবং সাতটি অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধভাবে লেনদেনের অভিযোগে এই ২১টি মামলা দায়ের করা হবে।

দেশটির ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১এমডিবি) নামের রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ পাচারের স্কান্ডালের মামলায় বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১এমডিবি) স্ক্যান্ডালের অনুসন্ধান করছে। তারা বলছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ওই তহবিল থেকে ৬৮১ মিলিয়ন ডলার নিজের অ্যাকাউন্টে পাচার করেছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর