thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

নোয়াখালীতে জিপচাপায় মাদ্রাসার অধ্যক্ষ নিহত

২০১৮ সেপ্টেম্বর ২০ ১১:১৮:৫৯
নোয়াখালীতে জিপচাপায় মাদ্রাসার অধ্যক্ষ নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় জিপ গাড়িচাপায় মোটসাইকেল আরোহী মাদ্রাসার অধ্যক্ষ মাসুদুর রহমান (৫২) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার সহকারী।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে চৌমুহনি বাজারের উত্তরে হুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদুর রহমান চৌমুহনি তবারককিয়া আলী মাদ্রাসার অধ্যক্ষ। তিনি হাতিয়ার শূন্যচর গ্রামের মৃত মৌলভী আসাদের ছেলে।

হাতিয়া থানার ওসি আক্তারুজ্জামান সিকদার সাংবাদিকদের জানান, অধ্যক্ষ মাসুদুর রহমান ও তার সহকারী মোটসাইকেলে করে কর্মস্থল মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে চৌমুহনি বাজারের উত্তরে হুদামের সামনে বিপরীতমুখী একটি জিপচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত হন সহকারী। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর