thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

খালেদা জিয়া অসুস্থ, আদালতে যাবেন না

২০১৮ সেপ্টেম্বর ২০ ১২:০৬:২৫
খালেদা জিয়া অসুস্থ, আদালতে যাবেন না

দ্য রিপোর্ট প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে কারাগারের প্রশাসনিক ভবনে স্থাপিত বিশেষ আদালতে হাজির হবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, খালেদা জিয়া অসুস্থ। তাই তিনি আদালতে হাজির হতে পারবেন না। এ কারণে আদালতে সময় আবেদন করবেন। পাশাপাশি অতিদ্রুত খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে যেন ভর্তি করা হয়, আদালতের কাছে এ বিষয়ে আবেদন করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনে স্থাপিত বিশেষ আদালতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে শুনানি চলবে কিনা সেই বিষয়ে আদেশের দিন ধার্য আছে।

এদিকে খালেদা জিয়ার মামলার শুনানি কেন্দ্র করে কেন্দ্রীয় কারাগারের সামনে পুলিশ, আনসার এবং গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

বাড়তি নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে কারাগার এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। একই সঙ্গে আশপাশের সড়কগুলোতে যান চলাচল সীমিত করে দেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর