thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৩

২০১৮ সেপ্টেম্বর ২০ ১৮:৪৪:৫৯
পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৩

পাবনা প্রতিনিধি: জেলার চরতারাপুরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন।

চরতারাপুর ইউনিয়নের দীঘি গোহাইলবাড়ী এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নিখোঁজরা হলেন- হাশেম, বিপুল ও নাঈম।

চরতারাপুর ইউনিয়নেরর চেয়ারম্যান রবিউল হক টুটুল জানান, দুপুর আড়াইটার দিকে দীঘি গোহাইলবাড়ী থেকে আটজন যাত্রী নিয়ে ছোট্ট একটি নৌকা নদীর অপর পাড়ে ভাদুরডাঙ্গি ঘাটের দিকে রওয়ানা হয়। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতে নৌকাটি উল্টে যায়। এসময় নৌকার পাঁচ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হাশেম এবং বিপুল ও নাঈম নামের দুই শিশুর কোনও সন্ধান পাওয়া যায়নি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, নৌকাডুবির ঘটনায় স্থানীয়রা নদীতে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

পাবনায় কোনও ডুবুরি দল না থাকায় রাজশাহীতে সংবাদ দেয়া হয়েছে। রাজশাহীর ডুবুরি দল ইতোমধ্যে রওয়ানা হয়েছে। তারা এসে পৌঁছলে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করা হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর