thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

তিতাস গ্যাসের আট কর্মকর্তাকে দুদকে তলব

২০১৮ সেপ্টেম্বর ২০ ২১:২৪:৩৩
তিতাস গ্যাসের আট কর্মকর্তাকে দুদকে তলব

দ্য রিপোর্ট প্রতিবেদক: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-সহ আট কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তলব করা ব্যক্তিরা হলেন— তিতাসের এমডি মীর মশিউর রহমান, ডিজিএম এস এম আবদুল ওয়াদুদ,ম্যানেজার ছাব্বের আহমেদ চৈাধুরী, নারায়ণগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার শফিকুর রহমান, টিঅ্যান্ডটি শাখার (গাজীপুর) ম্যানেজার আবু বকর সিদ্দিকুর রহমান, ম্যানেজার মো. আখেরুজ্জামান, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ম্যানেজার শাহজাদা ফরাজী ও সহকারী কর্মকর্তা আবু ছিদ্দিক তায়ানী।

এদের মধ্যে প্রথম তিনজনকে ১ অক্টোবর ও বাকিদের ২ অক্টোবর তলব করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক নোটিশে তাদেরকে তলব করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিতাসের এই ব্যক্তিদের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর