thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

কানাডার সংসদ : রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সামরিক অভিযান ‘গণহত্যা’

২০১৮ সেপ্টেম্বর ২১ ১১:৩৯:২৫
কানাডার সংসদ : রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সামরিক অভিযান ‘গণহত্যা’

দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর যে সামরিক অভিযান চালিয়েছে তাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়ে একটি প্রস্তাব কানাডার সংসদে গৃহীত হয়েছে। কানাডার হাউজ অব কমন্সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদ সচিব লিবারেল এমপি অ্যান্ড্রিউ লেসলি এই প্রস্তাব উত্থাপন করেছিলেন।

সর্বসম্মতিক্রমে গৃহীত এই প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতে এই বর্বরোচিত হামলার বিষয়ে উল্লেখের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়।

মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় রোহিঙ্গাদের উপর দেশটির সর্বোচ্চ সামরিক মহল যে মানবতাবিরোধী অপরাধ চালিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যে উপসংহার টেনেছে তাও অনুমোদন করা হয়।

তবে এই প্রস্তাবে মিয়ানমারের ডি ফেক্টো নেতা অং সান সু কি, যার কানাডার সম্মানসূচক নাগরিকত্ব রয়েছে, তার বিষয়ে কোন উল্লেখ করা হয়নি।

গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর সামরিক অভিযানের মুখে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা। এর আগে অনেক বছর থেকেই কক্সবাজারে বসবাস করত আরো কয়েক লাখ রোহিঙ্গা।
(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ২১,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর