thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দুই ওপেনারকে হারালো বাংলাদেশ

২০১৮ সেপ্টেম্বর ২১ ১৮:৩৫:১৫
দুই ওপেনারকে হারালো বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ আগের ম্যাচে আফগানিস্তানের কাছে বাজেভাবে হেরেছিল। টেস্ট ক্রিকেটে নবীন দেশটির কাছে হারের হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের মোকাবিলায় নেমেছে মাশরাফি-সাকিবরা।

এ ম্যাচে টসে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের। দুই ওপেনারের উইকেট হারিয়ে বেশ বিপদে বাংলাদেশ।

শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ৯.৪ ওভারে ৪২ রান নিয়েছে তিন উইকেট হারিয়ে। মুশফিকুর রহিম ৮ রানে ব্যাট করছেন।

এদিকে ম্যাচের একাদশে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও পেসার মুস্তাফিজুর রহমান। আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এই দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছিল। মুশফিক অবশ্য পাঁজরের চোটে ভুগছেন।

একাদশ থেকে বাদ পড়েছেন মুমিনুল হক ও পেসার আবু হায়দার রনি।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর