thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ভারতকে বাংলাদেশের টার্গেট ১৭৪

২০১৮ সেপ্টেম্বর ২১ ২১:২৬:২৭
ভারতকে বাংলাদেশের টার্গেট ১৭৪

দ্য রিপোর্ট ডেস্ক : আবু ধাবিতে আগের রাতে আফগানিস্তানের বোলাররা বাংলাদেশের আত্মবিশ্বাসে দিয়েছিলেন ঝাঁকুনি। দুবাইয়ে ভারতীয় বোলাররা সেটিকে বানালেন সুযোগের মঞ্চ। শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়েও আগে বোলিং বেছে বাংলাদেশের ইনিংস গুঁড়িয়ে দিলেন ১৭৩ রানে।

শুক্রবার এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে বাংলাদেশের বোলারদের। ৪৯.১ ওভারে গুটিয়ে যাওয়ার সময় ব্যাটসম্যানরা তাদের জন্য ১৭৩ রানের বেশি যে জমাতে পারলেন না।

সর্বোচ্চ ৪২ রান করেছেন ৯ নম্বরে নামা মেহেদী হাসান মিরাজ। আট নম্বরে নামা মাশরাফী বিন মোর্ত্তজা করেছেন ২৬ রান। অষ্টম উইকেটে দুজনে গড়েছেন বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ৬৬ রানের জুটি।

ভারতীয়দের তুরুপের তাস এদিন রবীন্দ্র জাদেজা। পেসার হার্দিক পান্ডিয়ার চোটে গতকালই দুবাই উড়ে গেছেন, একাদশে ফিরেই এ বাঁহাতি স্পিনার নিয়েছেন ৪ উইকেট। ভুবনেশ্বর কুমার তিনটি ও জাসপ্রীত বুমরাহ নিয়েছেন দুটি উইকেট।

আফগানিস্তানের বিপক্ষে ১১৯ রানে অলআউট হয়ে বিশাল ব্যবধানে হারের হতাশা ভুলিয়ে দিতে দরকার ছিল দুর্দান্ত শুরু। কিন্তু আগের ম্যাচের মতো ভারতের বিপক্ষেও চলে টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। একপর্যায়ে ৬৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

ধ্বংসস্তূপ থেকে প্রতিরোধ গড়েন লোয়ার-মিডলঅর্ডারে নামা মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। উইকেটে জমে যাওয়া মাহমুদউল্লাহ দলীয় শতরান পেরোতেই হন এলবিডব্লিউ। ভাঙে ৩৬ রানের জুটি।

৫১ বল খেলে ২৫ রান করা মাহমুদউল্লাহর সঙ্গী হয়েছিল দুর্ভাগ্য। পেসার ভুবনেশ্বরের লাফিয়ে ওঠা ডেলিভারি ব্যাটের কানায় ছুঁয়ে থাইপ্যাডে লাগলে আম্পায়ার আঙুলে তুলে দেন। রিভিউ থাকলে নিশ্চিতভাবেই বেঁচে যেতেন এ ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু ততক্ষণে বাংলাদেশের রিভিউয়ের কোটা শেষ।

সঙ্গী হারিয়ে হাল ধরার ধৈর্য রাখতে পারেননি মোসাদ্দেক। ১০১ রানের মাথায়ই কাটা পড়েন রবীন্দ্র জাদেজার চতুর্থ শিকার হয়ে। আউট হওয়ার আগে এ তরুণ করেন ১২ রান।

স্বীকৃত সব ব্যাটসম্যান সাজঘরে ফিরে যাওয়ায় শঙ্কা জাগে আগের ম্যাচের স্কোর (১১৯) পার হওয়া নিয়েই! শেষটায় ভারতীয় বোলারদের হতাশায় ডুবিয়ে মিরাজ ও মাশরাফী জুটি গড়ে সংগ্রহ নিয়ে যান পৌনে দুশ’র কাছে।

শুরুতে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত উভয়েই ৭ রান করে ফিরে যান সাজঘরে। ১৬ রানের মাথায় দুই ওপেনার সাজঘরে ফিরলে সাকিব আল হাসান দায়িত্ব নিয়েই করছিলেন ইনিংসের মেরামত। হঠাৎ আক্রমণাত্মক মেজাজ দেখাতে গিয়ে উইকেট ছুঁড়ে আসেন ১৭ রান করে। আগের ম্যাচে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম করেন ২১ রান। মোহাম্মদ মিঠুন ফেরেন ২ রান করে।

(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ২১,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর