thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

জামালপুরে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

২০১৮ সেপ্টেম্বর ২২ ০৮:৫৪:৫৬
জামালপুরে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রাকের ধাক্কায় ফয়সাল মাহমুদ সুপ্ত (১৯) নামে নর্থ-সাউথ ইউনিভার্সিটির এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সিজান নামে আরও একজন।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সুপ্ত শহরের বকুলতলা এলাকার হস্তশিল্প ব্যবসায়ী নিজাম উদ্দিনের ছোট ছেলে। তিনি নর্থ-সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইঞ্জিনিয়ারিং বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে মেডিকেল কলেজের সামানে দিয়ে শহরের দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই সুপ্ত মারা যান। আহত হন মোটরসাইকেল আরোহী সিজান। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর