thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

চট্টগ্রামে ট্রাকচাপায় শিশু নিহত, মা আহত

২০১৮ সেপ্টেম্বর ২২ ০৯:৩৪:১৩
চট্টগ্রামে ট্রাকচাপায় শিশু নিহত, মা আহত

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাপায় চার বছরের এক কন্যাশিশু নিহত এবং তার মা গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম প্রিয়া।

সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব সাংবাদিকদের জানান, রাতে বাড়ি যাওয়ার জন্য বাসের টিকেট কাটতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক মা ও কন্যাশিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার বছরের কন্যাশিশু প্রিয়া ট্রাকচাপায় নিহত হয়। মাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও এটির চালক ও হেলপার পালিয়ে গেছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর