thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বাগেরহাটে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

২০১৮ সেপ্টেম্বর ২২ ১১:৪৯:১৬
বাগেরহাটে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১০ জন।

শনিবার (২২ সেপ্টম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের উপজেলার কেন্দুয়া এলাকার বিসমিল্লাহ ফিস ফিডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

বাগেরহাট হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন সাংবাদিকদের জানান, বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া গ্রীনলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি (দিদার পরিবহন) বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গ্রীন লাইন পরিবহনে থাকা অজ্ঞাতপরিচয় এক বাসযাত্রী ঘটনাস্থলে মারা যান। নিহত বাসযাত্রীর নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর