thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

খাগড়াছড়িতে ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, নিখোঁজ ১

২০১৮ সেপ্টেম্বর ২২ ১২:৩৩:৫৩
খাগড়াছড়িতে ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, নিখোঁজ ১

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়ি থানার কাছে চেঙ্গী ব্রিজের একাংশ ভেঙে একটি মালবাহী একটি ট্রাক নদীতে পড়েছে। এ ঘটনায় মো. মোমিন (৩৫) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সকালে খাগড়াছড়ির মহালছড়ি সদর থেকে কুচি পাথরবোঝাই ট্রাকটি উপজেলার মোবাছড়ি এলাকার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি চেঙ্গী বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজের একটি অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এসময় স্থানীয়রা ট্রাকের চালকসহ ৩ জনকে উদ্ধার করেন।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির সাংবাদিকদের জানান, ঘটনার পর স্থানীয়রা তিনজনকে উদ্ধার করেছে। তবে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর