thereport24.com
ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১,  ৯ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

২০১৮ সেপ্টেম্বর ২৩ ১০:৩৫:০১
চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরে প্রাইভেটকার, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার রাত ২টার দিকে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় ‘দি কিং অব চিটাগং’ ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকার যাত্রী মো. ফারদিন (১৮) নাসিরাবাদ বাটাগলি এলাকার আবুল বশর মিলনের ছেলে ও অটোরিকশাচালক মো. হানিফ (৪০) হালিশহরের ব্রিকফিল্ড এলাকার মো. মুস্তফার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, শনিবার রাতে পাহাড়চূড়ার ওই ক্লাবের সামনে প্রাইভেটকার, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা ফারদিন ও অটোচালক হানিফ গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর