thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

মিরপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

২০১৮ সেপ্টেম্বর ২৪ ০৯:৪৪:৩১
মিরপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় র‌্যাব-২ এর সঙ্গে মাদক ব্যবসায়ীদের তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত একজন নিহত হয়েছেন।

সোমবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ওই এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, মিরপুর বেড়িবাঁধ এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে ভোরে র‌্যাব-২ সদস্যরা অভিযানে যায়। এ সময় একদল মাদকবিক্রেতা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে তারাও পাল্টা গুলি ছুঁড়ে। এতে অজ্ঞাতপরিচয় মাদকবিক্রেতার মৃত্যু হয়। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দু'টি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের দুইজন সদস্য আহত হয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর