thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান

২০১৮ সেপ্টেম্বর ২৪ ০৯:৫০:০৯
মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

রবিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলীতে এ অভিযান চালানো হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, বড় মহেশখালীর পাহাড়ি এলাকায় একটি চক্র অস্ত্র মজুদ করেছে, এমন খবরে সন্ধ্যায় পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে বেশ কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ মোহম্মদ ইসহাক নামে একজনকে আটক করে।

তিনি আরও বলেন, পরে পুলিশ আটক ওই ব্যক্তির তথ্য অনুযায়ী একটি অস্ত্রের কারখানার সন্ধান পায়। সেখান থেকে ১০টি দেশে তৈরি বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর