thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

রাজধানীতে ফ্লাইওভারে উল্টে গেলো কাভার্ড ভ্যান

২০১৮ সেপ্টেম্বর ২৪ ১৩:০৮:৪৩
রাজধানীতে ফ্লাইওভারে উল্টে গেলো কাভার্ড ভ্যান

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কুড়িল ফ্লাইওভারে একটি কাভার্ড ভ্যান উল্টে একপাশে রেলিংয়ের উপর উঠে গেছে। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। দুঘর্টনার পরপর কাভার্ড ভ্যানটির চালক পালিয়ে গেছেন।

এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম আসাদুজ্জামান বলেন, কাভার্ড ভ্যানটি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলো। ভ্যানটি উল্টে ফ্লাইওভারের একপাশে রেলিংয়ের উপর উঠে যাওয়ায় যান চলাচলে অসুবিধা হচ্ছে না। গাড়ির ভেতরে মালামাল থাকায় এখনই তা সরানো সম্ভব হচ্ছে না। ক্রেনের সাহায্যে গাড়িটি দ্রুত সরানোর চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর