thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

সুনির্দিষ্ট অভিযোগ পেলেই সিনহার বিরুদ্ধে মামলা: দুদক

২০১৮ সেপ্টেম্বর ২৪ ১৮:১০:৫৩
সুনির্দিষ্ট অভিযোগ পেলেই সিনহার বিরুদ্ধে মামলা: দুদক

দ্য রিপোর্ট প্রতিবেদক: সুনির্দিষ্ট অভিযোগ পেলেই সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আইনমন্ত্রীর কথায় না, বললেন দুর্নীতি দমন কমিশন- দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার দুপুরে দুদকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

রবিবার নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির অভিষেক ও ডিজিটাল বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক) খতিয়ে দেখছে। দুদক তাঁর বিরুদ্ধে যখন মামলা করবে, তখনই মামলা হবে। সরকার এখানে কোনও হস্তক্ষেপ করবে না।

তিনি বলেন, এস কে সিনহা যা বলছেন, তার সবই মিথ্যা। পদত্যাগের এক বছর পর এস কে সিনহা এখন নতুন গল্প ফেঁদেছেন।

এ বিষয়ে আজ সাংবাদিকরা জানতে চাইলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ আরও জানান, দালিলিক প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে মামলা করা যায় না।

আর কথিত দুই ব্যবসায়ীর বিরুদ্ধে চার কোটি টাকা দুর্নীতি মামলার তদন্ত হচ্ছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর