thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বিএনপির আইনজীবীদের হাইকোর্টে আগাম জামিন

২০১৮ সেপ্টেম্বর ২৫ ১৭:০১:৫৩
বিএনপির আইনজীবীদের হাইকোর্টে আগাম জামিন

দ্য রিপোর্ট প্রতিবেদক: খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাশকতা সৃষ্টি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোতে বিএনপি সমর্থিত শতাধিক আইনজীবীর আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

পৃথক পৃথক মোট ৫৩টি জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট মো. মাসুদ রানা প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরীন।

পরে মো. মাসুদ রানা বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১ সেপ্টেম্বর থেকে রাজধানীর বিভিন্ন থানায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানসহ বেশ কিছু অভিযোগে মামলা হয়। এসব মামলায় নাম আসা বিএনপি সমর্থিত আইনজীবীরা হাইকোর্টে জামিন আবেদন করেন। মঙ্গলবার আদালত সেসব আবেদনের শুনানি নিয়ে বিএনপির আইনজীবীদের বিরুদ্ধে দায়ের হওয়া গায়েবি মামলাগুলোতে তাদের আগাম জামিন মঞ্জুর করেন।’

আদালতের আদেশের ফলে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুর রেজাক খান, সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আক্তার ওয়াহিদা, অ্যাডভোকেট সানাউল্লাহ্ মিয়াসহ বিএনপির প্রায় শতাধিক আইনজীবী অন্তর্বর্তীকালীন জামিন পেলেন। আদালত তার আদেশে বলেছেন, ‘মামলাগুলোতে অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত তাদের এ জামিন মঞ্জুর করা হলো।’

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর