thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

২০১৮ সেপ্টেম্বর ২৭ ১১:০৭:৩৮
চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সবুজ ওরফে পিচ্চি সবুজ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত সবুজ ডাকাতি মামলার আসামি। তার বিরুদ্ধে থানায় ডাকাতির তিনটি এবং অস্ত্র আইনের দুটিসহ মোট ছয়টি মামলা রয়েছে। সবুজ পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকার বাসিন্দা।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি বন্দুক, একটি দেশীয় তৈরি এলজি, একটি খেলনা পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

পাহড়াতলী থানার ওসি সদীপ কুমার দাশ জানান, দিবাগত রাতে বেড়িবাঁধ এলাকায় ডাকাতের অবস্থানের গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে ডাকাতরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এ সময় অপু (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সবুজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত যুবকের বিরুদ্ধে থানায় ডাকাতির তিনটি এবং অস্ত্র আইনের দুটিসহ মোট ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় ওসি সদীপ কুমার দাশসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর