thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ট্রাক-পাজেরো সংঘর্ষে রংপুর জেলা যুবলীগ সভাপতি নিহত

২০১৮ সেপ্টেম্বর ২৭ ১১:১৩:৪৬
ট্রাক-পাজেরো সংঘর্ষে রংপুর জেলা যুবলীগ সভাপতি নিহত

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর এলেঙ্গার ভূঞাপুর সংযোগ সড়কের কাছে ট্রাক-পাজেরো সংঘর্ষে রংপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান জুয়েল নিহত হয়েছেন। এ ঘটনায় চালাকসহ দুই জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রংপুর জেলা সদরের মুন্সিপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। আহতরা হলেন, চালাক সঞ্জিত (৩৬) ও বিপ্লব (৩৫)।

বঙ্গবন্ধুসেতু পূর্বথানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, রংপুর থেকে একটি কালো রঙের পাজেরো জিপ গাড়ি আজ ভোরে এলেঙ্গার ভূঞাপুর লিংকরোড়ের কাছে আসলে অপরদিক থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাজেরো জিপের চালকসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পর জুয়েল মারা যান।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর