thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

সমাবেশে সংঘাতের আশঙ্কা বিএনপির

২০১৮ সেপ্টেম্বর ২৭ ১৩:১৭:৪৭
সমাবেশে সংঘাতের আশঙ্কা বিএনপির

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের সমাবেশ নিয়ে মন্ত্রীদের বক্তব্যে সংঘাতের আশঙ্কা প্রকাশ করে। তাদের বক্তব্য গুণ্ডামির শামিল।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্ব) সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সুষ্ঠু নির্বাচনের বক্তব্যের সমালোচনা করে তিনি একথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর মুখে মধু অন্তরে বিষ। ভোটারবিহীন এই সরকার গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছে। প্রতিহিংসা চরিতার্থ করতেই হীন উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে জড়ানোর মাস্টারপ্ল্যান তৈরি করছে এই অবৈধ সরকার।

আওয়ামী লীগ দেশে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, আশা করি ২৯ তারিখ সমাবেশের অনুমতি পাবো। জনগণের রাজপথে জনগণ থাকবে।

উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।

এর আগে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. হান্নান শাহ'র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর