thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

মহেশখালীতে দুর্ঘটনায় নৌবাহিনীর দুই সদস্য নিহত

২০১৮ সেপ্টেম্বর ২৭ ১৭:০৯:১৯
মহেশখালীতে দুর্ঘটনায় নৌবাহিনীর দুই সদস্য নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে গোলাবারুদের বক্স বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। তবে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের পতেঙ্গা থানার ওসি (তদন্ত) গাজী ফজলুল আজীম।

তিনি বলেন, ‘পতেঙ্গা নৌঘাঁটি থেকে খবর পেয়ে আমরা এখানে এসেছি। উনারা আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। তবে যতটুকু শুনেছি বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে তাদের ‘অ্যামুনেশন বক্স’ বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ-ছয়জন গুরুতর আহত হয়েছেন। বিস্তারিত জানতে ঘণ্টা খানেক সময় লাগবে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর