thereport24.com
ঢাকা, সোমবার, ১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১,  ২৪ জিলহজ ১৪৪৫

সরকারি চাকরিতে কোটা বাতিল কোনও চ্যালেঞ্জ না: অর্থমন্ত্রী

২০১৮ সেপ্টেম্বর ২৭ ১৭:৩০:০৭
সরকারি চাকরিতে কোটা বাতিল কোনও চ্যালেঞ্জ না: অর্থমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের যে সুপারিশ এসেছে তা বাস্তবায়ন করা সরকারের জন্য কোনও চ্যালেঞ্জ হবে না।

তিনি বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ তথ্য জানান।

বেতন কাঠামোর নবম থেকে ১৩তম গ্রেড (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি) পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিলের সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কোটা পর্যালোচনা কমিটি।

এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোটা বাতিল করে কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উঠার জোর সম্ভাবনা রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, মেয়েদের কোটা রাখার পক্ষে আমি মত দিয়েছিলাম। কিন্তু সেটা আর হচ্ছে না। প্রধানমন্ত্রী সেটা না করেছেন। তিনি কোটা বাতিলের পক্ষে আছেন।

সচিবালয়ে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিফবি) এর ১১ সদস্যের টিম অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর