thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শেষ বল পর্যন্ত লড়েছি : মাশরাফি

২০১৮ সেপ্টেম্বর ২৯ ০৭:০৬:৩৪
শেষ বল পর্যন্ত লড়েছি : মাশরাফি

দ্য রিপোর্ট ডেস্ক :টানটান উত্তেজনার ম্যাচে ভারতের কাছে ৩ উইকেটে হেরে আবারো স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ফলে সাধের বড় কোনো টুর্নামেন্টের শিরোপাটা অধরাই রইল টাইগারদের। তবে এ ভঙ্গুর দল নিয়ে ফাইনালে খেলাটাই বা কম কিসের?

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, আমরা হৃদয় দিয়ে খেলেছি। শেষ বল পর্যন্ত লড়েছি। আমরা এটাই চেয়েছিলাম।

১২০ রানের উদ্বোধনী জুটির পরও বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। লিটন দাসের ১২১ রানের ঐতিহাসিক ইনিংসের পরও সংগ্রহ দাঁড়ায় ২২২। তিনি বলেন, শেষ পর্যন্ত বলতে হবে ব্যাটিং ও বোলিং- দুটোতেই আমরা ভুল করেছি। গেল কয়েক বছরে আগে ব্যাট করে আমরা ২৪০ প্লাস করলেই ম্যাচ জিতেছি। আজও সেটা ব্যাটসম্যানদের কাছে চেয়েছিলাম। শেষ পর্যন্ত বোলাররা সত্যিই দারুণ করেছে।

শেষ ২ ওভারে ভারতের দরকার ছিল ৯ রান। ৪৯তম ওভারটা করেন মোস্তাফিজ। ৩ রান দিয়ে নেন ১ উইকেট। এতে শেষ ওভার প্রয়োজন হয় ৬ রান। যা আটকাতে পারেননি মাহমুদউল্লাহ। লোকে বলাবলি করছে, শেষ ওভারের জন্য কাটার মাস্টারকে কেন রাখলেন না?

অধিনায়ক বলেন, ভারত যেভাবে রান তুলছিল, ৪৯তম ওভারটা মোস্তাফিজকে দিয়ে করানোটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ তারা প্রতি বলে রান নিচ্ছিল। রান আটকাতে তাকে দিয়ে তখন বোলিং করানোটা সময়ের দাবি ছিল। ওই সময় পার্টটাইমার কারো হাতে বল তুলে দেয়াটা হিতে বিপরীত হতো।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর