thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাংলাদেশ দারুণ খেলেছে : রোহিত

২০১৮ সেপ্টেম্বর ২৯ ০৭:২৯:৪৪
বাংলাদেশ দারুণ খেলেছে : রোহিত

দ্য রিপোর্ট ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে মাত্র ২২২ রানের পুঁজি নিয়ে ভারতের বিপক্ষে লড়াই করল বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে টাইগারদের। তবে বেদনায় কাতর হলেও বাহ্বা টাইগারদেরই প্রাপ্য। তাই মোটেও ভুল করলেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। লাল-সবুজ জার্সিধারীদের প্রশংসার বৃষ্টিতে ভেজালেন তিনি।

পুরস্কার বিতরণী মঞ্চে রোহিত বলেন, শুরুতে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। সূচনালগ্নে আমাদের চাপে রেখেছিল তারা। তবে আমরা জানতাম, বল পুরনো হলে ফিরে আসতে পারব। স্বাভাবিকভাবেই প্রথম উইকেট পতনের পর চাপ তৈরি করতে পেরেছি। শেষ পর্যন্ত ফলটা আমাদের পক্ষে এসেছে।

তিনি বলেন, বাংলাদেশ বেশ ভালো দল। মাশরাফি সবসময়ই সতেজ। তবে এ ধরনের ম্যাচ জিততে হলে দলের বাকি খেলোয়াড়দের পারফরম করতে হয়। যাহোক, তাদের কৃতিত্ব দিতেই হবে। সর্বোপরি, তারা দারুণ খেলেছে। গোটা টুর্নামেন্টে ভালো খেলেছে ভারত। কেউই তাদের কাছে পাত্তা পায়নি। ব্যাটে-বলে শতভাগ সফল তারা।

রোহিত বলেন, গোটা টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। সেই পুরস্কারই পেলাম। আমরা শতভাগ পারফর করতে পেরেছি। এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে ভালো লাগে। প্রতিআক্রমণ সব সময়ই উপভোগ্য। ছেলেদের কৃতিত্ব দিতে হবে। তারা ভালো খেলেছে, টুর্নামেন্টে হ্যাপি এন্ডিং টেনেছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর