thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

২০১৮ সেপ্টেম্বর ২৯ ১০:১৩:৪৪
যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

যশোর প্রতিনিধি : যশোর শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সোহাগ হোসেন নামে এক যুবক খুন হয়েছেন।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ কাজীপাড়া এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

নিহতের ভাই সমরাজ সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১২টার দিকে কাজীপাড়া আমতলায় মনিরের বাড়ির সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা সোহাগকে ছুরি মেরে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার আগেই সোহাগের মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, রাত পৌনে ১টার দিকে সোহাগকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই মৃত্যু হয়েছে যুবকের। অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন সোহাগ।

যশোর কোতয়ালী থানার এসআই শাহাজুল সোহাগ সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের খবর পেয়েছি। তবে কারা কী কারণে তাকে খুন করেছে, তা এখনও জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর