thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

২২ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

২০১৮ সেপ্টেম্বর ২৯ ১২:৩০:০৭
২২ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২২ শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রবিবার (৩০ সেপ্টেম্বর) সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।

এর আগে বেলা ১১টার দিকে অনুমতি জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে যান বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ।

আব্দুস সালাম আজাদ সাংবাদিকদের জানান, ডিএমপি কমিশনারের সঙ্গে আমরা দেখা করেছি। ২২ শর্তে দুপুর ২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি দিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার জনসভার তারিখ পরিবর্তন করে বিএনপি। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সমাবেশ করার কথা থাকলেও সেটি রবিবার (৩০ সেপ্টেম্বর) করতে চেয়ে লিখিত আবেদন জানানো হয়।

গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ২৭ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দেন। পরদিন মঙ্গলবার সংবাদ সম্মেলন করে রিজভী জানান, ২৭ সেপ্টেম্বরের পরিবর্তে ২৯ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর