thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

কক্সবাজারে মাদকবিক্রেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

২০১৮ সেপ্টেম্বর ২৯ ১৩:১৪:০১
কক্সবাজারে মাদকবিক্রেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের কলাতলী একটি পাহাড়ি এলাকা থেকে শামসুল আলম মার্কিন নামে এক মাদকবিক্রেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কলাতলীর কাটাপাহাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশিয় তৈরি অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহত মার্কিন টেকনাফ উপজেলার সাব্রাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত মৌলভী আলী আহমদের ছেলে ও চিহ্নিত মাদকবিক্রেতা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার সাংবাদিকদের জানান, কাটাপাহাড় এলাকা থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে কারা তাকে হত্যা করেছে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর