thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

বিএনপি নেতারা সমাবেশস্থল পরিদর্শন করেছেন

২০১৮ সেপ্টেম্বর ২৯ ১৮:০৩:৩০
বিএনপি নেতারা সমাবেশস্থল পরিদর্শন করেছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুলিশের কাছ থেকে সমাবেশের অনুমতি পাওয়ার পর সোহরাওয়ার্দী উদ্যানের সভাস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে মাঠ পরিদর্শনে ছিলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মজিবুর রহমান সরোয়ার, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

এর আগে সকালে ২২ শর্ত দিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রবিবার বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর আগে সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার সোহরাওয়ার্দীতে জনসভার ঘোষণা দিয়েছিলেন।

পরদিন মঙ্গলবার সংবাদ সম্মেলন করে রিজভী জানান, বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে।

পরে বৃহস্পতিবার জনসভার তারিখ পরিবর্তন করে বিএনপি। শনিবার রাজধানীর দলটির সমাবেশ করার কথা থাকলেও সেটি রবিবার করতে চেয়ে লিখিত আবেদন জানানো হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর