thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

কড়াইল বস্তির আগুনে পুড়ল ২০ দোকান

২০১৮ সেপ্টেম্বর ৩০ ০৯:১১:২৮
কড়াইল বস্তির আগুনে পুড়ল ২০ দোকান

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বনানীর বিটিসিএল কলোনি সংলগ্ন কড়াইল বস্তির জামাইবাজার নামক স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এরই মধ্যে বস্তির ২০টি দোকান পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করে।

বস্তিবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামাইবাজারের একটি লেপ তোষকের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

বস্তির বেশ কিছু দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান এলাকাবাসী।

আগুনে ঘরবাড়ির থেকেও দোকানিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগুনে ২০টি দোকান পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, রাত সাড়ে ১০টার দিকে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সর্বশেষ খবরে জানা যায়, আগুনে বস্তির ক্ষতিগ্রস্ত ঘরগুলোতে ঢুকে ফায়ার সার্ভিসের সদস্যরা ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন। পাশাপাশি তারা সেখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এরইমধ্যে ৭/৮ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ নিয়ে গত দুই বছরে কড়াইল বস্তিতে চার বার আগুন লাগার ঘটনা ঘটল।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর