thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ জেএমবি সদস্য আটক

২০১৮ অক্টোবর ০১ ০৮:৫১:২৮
বরিশালে আগ্নেয়াস্ত্রসহ জেএমবি সদস্য আটক

বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরী থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও গুলিভর্তি আগ্নেয়াস্ত্রসহ এক জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব।

রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক হাসান আলী।

আটককৃত আতিকুর রহমান শাওন (২৪) জেএমবির সামরিক শাখার সদস্য বলে জানিয়েছেন হাসান আলী। সে বরগুনা সদর উপজেলার তালাভাঙা রায়ভোগ এলাকার মৃত গোলাম কবির মাতব্বরের ছেলে।

হাসান আলী জানান, শনিবার নগরীর জিয়া সড়কের একতা স্মরণী এলাকায় অভিযান চালালে একটি বিদেশি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, ৬টি পিস্তলের গুলি, ৩৫৫টি জিহাদি লিফলেট এবং বিপুল পরিমাণ জিহাদি বইসহ আতিকুর রহমান শাওনকে আটক করা হয়। এসময় আতিকের সঙ্গে থাকা সহযোগী জেএমবি সদস্য নুরুল ইসলাম, আল আমিন, আব্দুল আজিজ, মাহবুবুর রহমান, আবুল কালাম, মানিক ইসলাম, আব্দুল্লাহসহ আরও বেশ কয়েকজন পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর