thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বাগেরহাটে সেতু ভেঙে নছিমন খালে, নিহত ১

২০১৮ অক্টোবর ০১ ০৯:০৯:৫৬
বাগেরহাটে সেতু ভেঙে নছিমন খালে, নিহত ১

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সেতু ভেঙে নছিমন খালে পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার দেপাড়া-সাজোখালী সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরিপেনের (২৫) বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া গ্রামে। তিনি নারিকেল ব্যবসায়ী ছিলেন। আহত বাপ্পি ও শহিদুল কচুয়া উপজেলার ছিটাবাড়ি গ্রামের আ. রহিম শেখের ছেলে।

জানা যায়, সদর উপজেলার বেশরগাতি থেকে নারকেল ক্রয় করে নছিমনে করে কচুয়া নিয়ে যাচ্ছিলেন নিরিপেন। পথে দেপাড়া-সাজোখালী সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেতুটির এক-তৃতীয়াংশ ভেঙে নছিমন খালের মধ্যে পরে যায়। পরে এলাকাবাসী তল্লাশি চালিয়ে খাল থেকে নিরিপেনের মরদেহ উদ্ধার করে।

বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহতাব উদ্দিন বলেন, জরাজীর্ণ দুর্বল সেতুটিতে নারকেলবোঝাই নছিমন নিয়ে ওঠলে সেতুটির একটি অংশ ভেঙে খালে পরে যায়। এতে নিরিপেন নামে একজন মারা যান। আহত হন আরও দুইজন। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর