thereport24.com
ঢাকা, বুধবার, ৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১,  ২৬ জিলহজ ১৪৪৫

মিরপুরের যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

২০১৮ অক্টোবর ০১ ০৯:১৫:০৩
মিরপুরের যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটিডি) মেট্রোরেল প্রকল্পের আওতায় সোমবার (১ অক্টোবর) পাইপলাইন স্থানান্তর করা হবে।

টাই-ইন কাজের জন্য সোমবার রাজধানীর মিরপুরের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটিডি) মেট্রো রেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ১ অক্টোবর সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত (১০ ঘণ্টা) মিরপুর- ২, ৬, ৭, ১০, ১১ ও ১২ এর রাস্তার উভয় পার্শ্ব, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস ও আশপাশ এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর