thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত

২০১৮ অক্টোবর ০১ ১১:১১:২৩
পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

রোববার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ধোপাঘাটা বড় ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় নিজেদের চার সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম আবুল হোসেন ওরফে আবু নকশাল (৫৫)। তিনি উপজেলার পূর্ব রাঘবপুর এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশের দাবি, আবুল হোসেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) পাবনা জেলা কমান্ডার ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক দাবি করেন, গতকাল বিকেলে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাতে তাঁকে নিয়ে ধোপাঘাটা বড় ব্রিজ এলাকায় পুলিশ অস্ত্র উদ্ধারে অভিযানে যায়।

‘এ সময় সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে সেখানে আবুল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ।’

ওসি আরো দাবি করেন, আবুল হোসেনকে পাবনা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভালবার, চারটি গুলি, ছয়টি কার্তুজ, চারটি কার্তুজের খোসা উদ্ধার করে।

পুলিশ আরো জানায়, আবুল হোসেনের নামে হত্যা ও বিস্ফোরকসহ নয়টি মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর